আদি তৃনমূল কর্মী খুনের ঘটনায় আজ কার্যত সারা দিন দিনহাটা স্থব্দ থাকল
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই দিনহাটা ১২ই এপ্রিল, ২০১৮: দিনহাটায় পঞ্চায়েত সদস্য আবু মিয়াঁ খুনের ঘটনায় আজও উত্তাল হয়ে ওঠে দিনহাটা শহর। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ পথ অবরোধ সহ দিনহাটা থানার আই.সি-র অপসারনের দাবীতে আজ তৃনমূল কংগ্রেসের মাদার (আদি) সংগঠন কার্যত দিনহাটা শহর অবরুদ্ধ করে রাখে। বৃহস্পতিবার সকাল থেকে দিনহাটা থানার সামনে পথ অবরোধ করে দোষীদের গ্রেপ্তারের দাবীতে আন্দোলনে নামে তৃনমূল কংগ্রেস কর্মীরা। শাসক দলের এই আন্দোলনের জেড়ে দিনহাটা শহরের উত্তাপ কয়েক গুন বেড়ে গেলেও, পুলিশকে কার্যত দর্শকের ভুমিকায় দেখা যায় এদিন।
জানা যায় বুধবার রাতে গীতালদহের খারিজা হরিদাস খামার এলাকার বাড়ি থেকে পঞ্চায়েত সদস্য আবু মিঞা কে ডেকে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। রাতেই তাকে উদ্ধার করে দিনহাটা হাসপাতালে আনা হলে তাকে মৃত বলে ঘোষনা করা হয়। এই খুনের ঘটনার জন্য দায়ী করা হয় তৃনমূল কংগ্রেসের যুব সংগঠন কে। জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক শ্রী নীশিত প্রামানিক সহ বেশ কয়েক জনের নামে খুনের মামলা দায়ের হয়েছে দিনহাটা থানায়। বিধায়ক শ্রী উদয়ন গুহ দলের পঞ্চায়েত সদস্যকে নৃশংস ভাবে খুন করার ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি “দিনহাটা থানার আইসির অপসারনের দাবী জানিয়েছেন।
ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)