জাতীয় সুরক্ষিত মাতৃত্ব দিবস পালিত হলো ফালাকাটা গ্রামীণ হাসপাতলে
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১১ই এপ্রিল, ২০১৮: পশ্চিমবঙ্গ সরকারের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, সিনি, এবং ডাব্লু.আর.এ’র যৌথ প্রয়াসে জাতীয় সুরক্ষিত মাতৃত্ব দিবস পালিত হলো ফালাকাটা গ্রামীণ হাসপাতলে। এই উপলক্ষে অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ডাঃ অশোক সান্যাল, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ রঞ্জন হাজরা, সিস্টার ইন চার্জ শ্রীমতী শিলা সরকার নন্দী, পিএইচএন শ্রীমতী শুভদ্রা কর, সিনি-র প্রতিনিধি শ্রীমতী রাখি গোপ, ফালাকাটা ব্লকের এ.এন.এম, আশাকর্মী, অঙ্গনওয়ারী কর্মী, হেলথ সুপারভাইজর ও মায়েরা। এই উপলক্ষে একটি আলোচনা সভা, মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, মায়েদের অধিকার, মায়েদের স্বাস্থ্য, মায়েদের পুষ্টি, প্রভৃতি পরিষেবা সমন্ধে আলোচনা করা হয়।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টি.এন.আই)
Facebook Comments