দিনহাটায় তৃনমূল প্রার্থীর স্বামী খুন, সন্দেহের তীর নব্য (সিস্টার) তৃনমূলের দিকে
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই দিনহাটা ১১ই এপ্রিল, ২০১৮: বিরোধী নয়, তৃণমূল কংগ্রেসেরই দুই গোষ্ঠীর সংঘর্ষে খুন হতে হলো এক পঞ্চায়েত সদস্যেকে। মৃত ওই তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্যের নাম আবু মিয়াঁ। ঘটনাটি ঘটেছে দিনহাটার গীতালদহ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবু মিঞার স্ত্রী জরিনা বিবি এবার পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন। তার অভিযোগ তিনি জেলা সভাপতি শ্রী রবীন্দ্রনাথ ঘোষ অনুগামী বলেই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে রোজই হুমকির শিকার হচ্ছেন। রাজনৈতিক মহলে অনুমান করা হচ্ছে এই কারনেই হয়ত বুধবার পঞ্চায়েত সদস্য আবু মিয়াঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা গীতালদহ এলাকা জুড়ে। পরিস্থিতি সামাল দিতে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক সহ দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দিনহাটা থানা ঘেড়াও করে রেখেছে, তৃণমূল কংগ্রেসের মাদার (আদি) সংগঠন। ঘটনা সরজমিনে ক্ষতিয়ে দেখতে দিনহাটায় ছুটে গেছেন কুচবিহারের জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে।
ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)