কুচবিহারে এবার বিরোধীদের প্রার্থীপদ প্রত্যাহারের জন্যে হুমকি তৃনমূলের বিরুদ্ধে
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ১১ই এপ্রিল, ২০১৮: বিরোধীদের মনোনয়ন তুলতে বাধাদানের পর্ব শেষ হতে না হতেই, এবার বিরোধী বিশেষ করে বিজেপি’র প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি সহ সন্ত্রাসের অভিযোগ উঠলো তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুধু সন্ত্রাসই নয়, কুচবিহার ১ নম্বর ব্লকের চিলকিরহাট এলাকার মহিলা প্রার্থী শ্রীমতী তাপসী রায়কে অপহরণ সহ গোটা জেলায় ৪ জন বিজেপি কর্মীকে অপহরণের হুমকি দিয়ে তাদের প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আজ জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে পুরো বিষয়টি তার গোচঁরে আনেন কুছিহার জেলা বিজেপির এক প্রতিনিধি দল। বিজেপির কুচবিহার জেলা সভাপতি শ্রী নিখিল রঞ্জন দে কার্যত হুশিয়ারি দিয়ে বলেন “বিজেপি কর্মীরা প্রতিরোধ শুরু করলে জেলা জুড়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে”। যদিও পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে বিষয় গুলি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে বিজেপির তোলা অভিযোগ মানতে নারাজ জেলা তৃনমূল নেতৃত্ব।
ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)