উচ্চমাধ্যমিক (বৃত্তিমূলক) পরীক্ষা স্থগিত হয়ে গেল, পড়ুয়াদের বছর নষ্ট হওয়ার আশঙ্কা
অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ১০ই এপ্রিল, ২০১৮: উচ্চমাধ্যমিক (বৃত্তিমূলক বিভাগ) এর পরীক্ষা স্থগিত হয়ে গেল। আজ পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন পর্ষদ এর এক বিজ্ঞপ্তিতে {No. WBSCVESD (VED)/AO(R)/X+2/Exam-2/2017-18/7, Dated: 10.04.2018} সমস্ত একাদশ ও দ্বাদশ বিভাগের (নতুন ও পুরানো সিলেবাস) তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা যা ১৬ই এপ্রিল ২০১৮ তে শুরু হওয়ার কথা ছিল, তা পিছিয়ে দেওয়া হল আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্যে।
বর্তমানে উচ্চমাধ্যমিক (সাধারণত বিভাগ) এর পরীক্ষা শেষের পথে, ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পড়েই এই পরীক্ষার ফল প্রকাশ ও হয়ে যাবে। সাথে শুরু হয়ে যাবে বিভিন্ন কলেজে ভর্তির প্রক্রিয়া। কিন্তু বৃত্তিমূলক বিভাগের পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারনে ফল প্রকাশ ও পিছোবে। স্বাভাবিক ভাবে উচ্চমাধ্যমিক (বৃত্তিমূলক বিভাগ) এর ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল যখন হাতে পাবে, তখন তাদের সামনে কলেজে ভর্তীর দরজাও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে এই পরীক্ষা পিছিয়ে যাওয়াতে তাদের এক বছর সময় নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ছাত্রছাত্রীদের মনে।