ময়নাগুরিতে বন্ধুত্বপূর্ণ লড়াই যেন “ইয়ে দোস্তি (পার্টি বদলালেও) হাম নেহি তোরেঙ্গে”

সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি

বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ৬ই এপ্রিল, ২০১৮: সারা রাজ্যে যখন বিরোধী বা শাসক দুই পার্টির মনোনয়ন নিয়ে হামলার অভিযোগ আসছে। ঠিক অন্য চিত্র দেখা দিল ময়নাগুরিতে। মনোনয়ন পত্র জমা ঘিরে উৎসবের চেহারা নিয়েছে ময়নাগুড়ি বিডিও অফিস চত্ত্বর। প্রথম দিন থেকেই ময়নাগুড়ি অফিসে প্রতিটি রাজনৈতিক দলই তাদের মনোনয়ন পত্র দাখিল করে চলেছে। সব রকম বিশৃঙখলা এড়াতে প্রথম থেকেই ময়নাগুড়ি থানার পক্ষ থেকেও বিশেষ পুলিশি ব্যবস্থা লক্ষ করা গেছে। আজও ময়নাগুড়ি বিডিও অফিসে মনোনয়নের কাজে আসেন ময়নাগুড়র মাধবডাঙ্গা এলাকার তৃণমূল  নেতা শ্রী শশাঙ্ক বসুনিয়া। অপর দিকে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শ্রী শিবশঙ্কর দও বিডিও অফিসে আসেন। সেখানেই দুজন সৌজন্য সাক্ষাৎকারও করেন। দুইজনই  শুভেচ্ছা বিনিময় করেন এবং শ্রী শশাঙ্ক রায় বসুনিয়া জানান আমরা বন্ধুত্ত্ব পূর্ণ লড়াই চালিয়ে যাবো। মানুষ উন্নয়ন স্বার্থেই তৃণমূল কে ভোট দেবে। শান্তিপূর্ণ ভাবেই ভোট হবে। কিন্তু কেউ অশান্তি করলে তার প্রতিকার হবে। অপর দিকে শ্রী শিবশঙ্কর দও বলেন মানুষ শান্তি মত ভোট দিক এটাই চাই। অবশ্যই বন্ধুত্বপূর্ণভাবে লড়াই হবে। মানুষ পাশে থাকলে বিজেপির ফলাফল ভালো হবে এবং আশা রাখছি। আমরা সমস্ত আসনেই জয়লাভ করবো। সোলে সিনেমার গান অনুযায়ী বলা যায় “ইয়ে দোস্তি (পার্টি বলালেও) হাম নেহি তোরেঙ্গে”।

ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)

Facebook Comments
Spread the love

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!