আন্ডার প্রিপ্রেয়ার্ড মাঠের অবস্থায়ও চলল শিলিগুড়ি ফার্স্ট ডিভিশন ক্রিকেট, জয়ী উল্কা
প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ৩রা এপ্রিল, ২০১৮: আজ সকালে প্রতিদিনের মত শিলিগুড়ি মহকুমা ক্রিকেট পরিষদ দ্বারা আয়োজিত চান্দমনি ক্রিকেট গ্রাউন্ডে আজকের ফার্স্ট ডিভিশন ক্রিকেট শুরু হয় ঠিক সময়ে। তবে তার কেটে যায় মাঠের অবস্থা দেখে। মাঠের আউট ফিল্ডে বড় বড় ঘাস দেখা যায়। মাঠ মেইন্টেন্যান্সের দায়িত্ব এস.এম.কে.পির। তবে এই ব্যাপারে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মাঠ দেখে শিলিগুড়ি ক্রিকেটের করুন অবস্থা ফের জনসমক্ষে চলে আসে। সেই অবস্থাতেই খেলা শুরু হয়। আজ পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ির দুই ক্রিকেট দল, উল্কা ক্লাব এবং বিবেকানন্দ ক্লাব। প্রথমে টসে জিতে উল্কা ক্লাব প্রত্যাশিত ভাবে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আজ উল্কা ক্লাব ব্যাটিং করে ৪৪ ওভারে ৯ উইকেটের বিনিময়ে জেতার জন্যে ২১০ রানের লক্ষ্যমাত্রা রাখে বিবেকানন্দ ক্লাবের সামনে।
উল্কা ক্লাবের হয়ে ব্যাটিং করে ভাল রান করে নন্দন মন্ডল (৩৫), সোনু সাহা (৩৫) এবং রবি সিংহ (৩৮)। বিবেকানন্দ ক্লাবের হয়ে ভাল বল করে ৪টি উইকেট দখল করে সায়ন সরকার। জবাবে ব্যাট করতে নেমে বিবেকানন্দ ক্লাবের ব্যাটসম্যানরা ৩৮.৩ ওভারেই সব উইকেট হারিয়ে ১৮১ রান করতে সমর্থ হয়। বিবেকানন্দ ক্লাবের হয়ে ভাল ব্যাটিং করে মুকেশ ঝা (৩৪) এবং মুকেশ সাহ (২২)। উল্কা ক্লাবের হয়ে ৫ উইকেট দখল করে বিকাশ কুমার। যথারীতি ম্যাচ ফলাফল উল্কা ক্লাব ২৯ শিলিগুড়ির বিবেকানন্দ ক্লাবকে হারায়। প্রত্যাশিত ভাবেই উল্কা ক্লাবের বিকাশ কুমারকে কে বোলিং পারফরম্যান্স এর জন্য ম্যাচ সেরা ঘোষণা করা হয়।
ছবিঃ প্রনব দাস (টি.এন.আই), কৌশিক ঘোষ (শিলিগুড়ি)