ইসলামপুরে স্কুল ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৩রা এপ্রিল, ২০১৮: বেসরকারী ইংরেজী মাধ্যমের স্কুলের যথেচ্ছ ফি বৃদ্ধির প্রতিবাদে গত সোমবার অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভে সামিল গার্ডিয়ান ফোরাম। জানা গিয়েছে, ইসলামপুরের বিহার মোড় এলাকার সিবিএসসি পাঠ্যক্রমভুক্ত ইংরেজী মাধ্যমের স্কুল ডে-স্কলার পড়ুয়াদের যথেচ্ছ ফি বৃদ্ধির প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ শুরু করে গার্ডিয়ান ফোরাম। দীর্ঘদিন ধরে অভিভাবকরা স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আসলেও স্কুল কর্তৃপক্ষ কোনও আমল করেনি বলে অভিযোগ। অপ্রয়োজনীয় পুস্তক সামগ্রী নিতে বাধ্য করা হয় পড়ুয়াদের অভিভাবকদের। গার্ডিয়ান সুত্রে জানা গিয়েছে, নবম শ্রেনীর বই সহ বিভিন্ন অপ্রয়োজনীয় সামগ্রীর বান্ডিল নিতে হয় 10 হাজার টাকার বিনিময়ে। এছাড়াও স্মার্ট ক্লাসের নামে বার্ষিক তিন হাজার টাকা প্রতি পড়ুয়া নেওয়া হলেও ওই ক্লাসের হদিশই নেই বলে অভিযোগ। দি স্কলার স্কুলের অভিভাবক পঙ্কজ কুমার সাহা বলেন, পঠন পাঠনের নামে আর্থিক প্রহসন চলছে দি স্কলার স্কুলে। আমরা বারবার গার্ডিয়ান মিটিংয়ে ফি বৃদ্ধি সহ বিভিন্ন ফিসের প্রতিবাদ জানিয়ে আসলেও সেবিষয়ে কোনও আমল দেয় না স্কুল কর্তৃপক্ষ। গার্ডিয়ান ফোরামের চেয়ারমান সাহাবুদ্দিন বলেন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদে শান্তিপুর্ন অবস্থান বিক্ষোভে সামিল হয়েছি। আমাদের দাবী না মানা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে। দি স্কলার স্কুলের অধ্যক্ষ রুপেন্দ্র মুখিয়া বলেন, গার্ডিয়ান ফোরামের প্রতিনিধিদের সাথে আমাদের আলোচনা চলছে আশাকরি দু এক দিনের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।
ছবিঃ দীপঙ্কর দে (টি.এন.আই)