ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হল নতুন উপগ্রহ জিস্যাট-৬এ র
টি.এন.আই নিউজ সার্ভিস
বাংলাডেস্ক, টী.এন.আই বেঙ্গালুরু ১লা এপ্রিল, ২০১৮: ভারতের নতুন কৃত্রিম উপগ্রহ জিস্যাট-৬এ র সঙ্গে ইসরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বৃহস্পতিবারের সফল উৎক্ষেপণ করার পর গতকাল সকালে লিকুউড অ্যাপোজি মোটর ইঞ্জিনের মাধ্যমে দ্বিতীয়বার কক্ষপথে পাঠানোর চেষ্টা করা হয় জিস্যাট-৬এ কে। এর পর সফলভাবে জিস্যাট-৬ একে কক্ষপথেও স্থাপন করা হয়। গোল বাধে আজ সকালে যখন এই উপগ্রহটিকে নিজের কক্ষপথে স্বাভাবিকভাবে ঘুরতে দেওয়ার জন্য তৃতীয় ও শেষবার কিছু প্রক্রিয়াগত কার্যকলাপ করতে যান ইসরোর বিজ্ঞানীদের। খবরের প্রকাশ এর আগেই জিস্যাট-৬এ র সঙ্গে আর যোগাযোগ স্থাপন করা যায়নি। যদিও আশার কথা বলেছেন ইসরোর বিজ্ঞানীরা। তাদের মতে ফের যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। গতবৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে জিএসএলভি-এফ০৮।
ছবি সৌজন্যে: ইসরো (বেঙ্গালুরু)