বারভিসায় আইএনটিইউসি অনুমোদিত মোটর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বারভিসা ১লা এপ্রিল, ২০১৮: আইএনটিইউসি অনুমোদিত আলিপুরদুয়ার জেলার বারবিশা মোটর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল কুমারগ্রাম ব্লকের বারবিশায়। রবিবার বারবিশায় সংগঠনের কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সহ-সভাপতি পুলিন চৌধুরি, আইনটিইউসি-র আলিপুরদুয়ার জেলা সভাপতি শ্রী বিবেক বোস, কংগ্রেসের মহিলা নেত্রী শ্রীমতী সুস্মিতা চ্যাটার্জি, কংগ্রেস নেতা শ্রী অসিতরঞ্জন সরকার, শ্রী নগেন বড়ুয়া সহ অন্যান্যরা। সভায় সাংগনিক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন নিয়েও আলোচনা হয়। আইএনটিইউসি-র আলিপুরদুয়ার জেলা সভাপতি শ্রী বিবেক বোস জানান, জাতীয় কংগ্রেসের সহযোগী সংগঠন হিসেবে আইএনটিইউসি এবং মোটর ওয়ার্কার্স ইউনিয়নের একটা মুখ্য ভূমিকা থাকবে। তাই মোটর শ্রমিকদের সভায় বিষয়টি আলোচনা করা হয়। এছাড়াও মোটর শ্রমিকরা মজুরি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে বঞ্চনার শিকার হচ্ছে। কীভাবে এই বঞ্চনা থেকে মুক্তি পাওয়া তা নিয়েও এদিনের সভায় আলোচনা করা হয়। সভা থেকে সংগঠনের পুরোনো কমিটিকে ২০১৮ সাল পুনর্বহাল রাখা হয়েছে বলে আইএনটিইউসি-র জেলা সভাপতি জানিয়েছেন।
ছবিঃ অরুণাংশু মৈত্র (টি.এন.আই)