পৃথক ব্লক, মিউনিসিপালিটির প্রতিশ্রুতি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
অঙ্কিতা সেন (টী.এন.আই বানারহাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বানারহাট ১লা এপ্রিল, ২০১৮: আজ বিকেলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বানারহাট তরুন সংঘ ভবনে পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য রেখে ডুয়ার্সের চা বলয়ে নিজেদের শেকড় মজবুত করতে ভারতীয় টী ওয়ার্কার্স ইউনিয়ন ও বিজেপির বানারহাট সাংগঠনিক ব্লকের কর্মীদের নিয়ে কর্মীসভা করলেন। আজ এই সভায় ভারতীয় টী ওয়ার্কার্স ইউনিয়নের চেয়ারম্যান জন বারলার সঙ্গে উপস্থিত ছিলেন মাদারিহাটের বিজেপি বিধায়ক শ্রী মনোজ তিগ্গা সহ আরো অনেকে। এই সভায় এলাকার বাসিন্দাদের বানারহাটকে ব্লকে পরিণত করার অনেক পুরাতন দাবীর ইশ্যুকে দিলীপবাবু সমর্থন করেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে বানারহাট এলাকাকে পৃথক ব্লক করার সাথে সাথে জয়গাঁ ও ফালাকাটাকে মিউনিসিপ্যালিটি হিসেবে ঘোষণা করা হবে। তিনি বলেন, রাজ্য সরকার চা শ্রমিকদের মজুরী ও অন্যান্য সমস্যা সমাধানে শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলিকে পাশ কাটিয়ে মালিক পক্ষের সাথে মিলে স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিয়ে চলেছে। তিনি জানান, ডুয়ার্সের সমস্ত আসনেই বিজেপি প্রার্থী নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমানে সমানে টক্কর দেবে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেতার সাথে সাথেই আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের ক্ষমতা দখল করে চা শ্রমিকদের ন্যূনতম মজুরী, স্বাস্থ্য, রেশন, পানীয় জল, শিক্ষা সহ নানাবিধ সমস্যার সামগ্রিক সমাধান করবেন বলে তিনি জানান।
ছবিঃ অঙ্কিতা সেন (টি.এন.আই)