পঞ্চায়েত নির্বাচন ঘিরে ময়নাগুড়িতে সর্বদলিয় বৈঠক সারলেন বিডিও
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১লা এপ্রিল, ২০১৮: সামনেই পঞ্চায়েত নির্বাচন আর এই নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া শুরু হবে ২রা এপ্রিল থেকে ৯ই এপ্রিল পর্যন্ত। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে মনোনয়ন জমা। এসব বিভিন্ন বিষয় নিয়ে আজ রবিবার ময়নাগুরি সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে অনুষ্ঠিত হলো সর্বদলীয় বৈঠক। এই দিনের এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন ছাড়াও উপস্থিত ছিলেন বিডিও শ্রেয়সী ঘোষ, জয়েন্ট বিডিও শ্রী অনিরুদ্ধ লাহিড়ী, ময়নাগুড়ি আইসি শ্রী নন্দ কুমার দও, ময়নাগুড়ি বিধায়ক শ্রী অনন্ত অধিকারী। এই বছর মনোনয়ন জমা প্রক্রিয়া চলাকালীন যেহেতু উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকবে সেই কারনে মনোনয়ন জমা দিতে কোন শব্দের বা শব্দযন্ত্রের ব্যবহার (লাউডস্পিকার) করা চলবে না। ভোট প্রচারের জন্য ১১ তারিখ অবদি কোন লাউডস্পিকারের ব্যবহার চলবে না বলে জানিয়ে দেন বিডিও শ্রীমতী শ্রেয়সী ঘোষ। এ ছাড়াও মনোনয়ন জমা দিতে প্রার্থীকে নিজে আসতে হবে শুধু ২জন কে সাক্ষী থাকতে হবে। এই দিনের সভায় এই সকল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)