রণক্ষেত্র রানীগঞ্জ, ডিসি হেড কোয়ার্টারের হাত উরে গেল বোমায়
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই আসানসোল ২৬শে মার্চ ২০১৮: গতকাল সারা পশ্চিমবঙ্গে মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই রামনবমী পালন করল বিজেপি ও শাসক দল। আজ তার উল্টো চিত্র দেখা দিল পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ শহর। রাম নবমীকে কেন্দ্র করে দুই গোষ্টির সংঘর্ষে প্রায় দাঙ্গার রূপ নিল এই শহর। দুষ্কৃতীদের ছোঁরা বোমায় ডান হাত উরে গেল আসানসোল-দুর্গাপুর ডিসি হেড কোয়ার্টার শ্রী অরিন্দম দত্ত চৌধুরির। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন পুলিশকর্মী। দুই গোষ্টির সংঘর্ষ থামতে পুলিশ গেলে ঝামেলা শুরু হয়। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করেও বোমা ছোড়া হয়। তাতেই ডান হাত উরে ডিসি সদর শ্রী অরিন্দম দত্ত চৌধুরির। তড়িঘড়ি তাঁকে দুর্গাপুর মিশন হাসপাতালে ভরতি করা হয়। মিশন হাসপাতালের সূত্রে জানা গেছে এক প্রস্থ অপারেশন এর পরে ক্ষতবিক্ষত হাতের হার কিছুটা তৈরি করতে সমর্থ হয়েছে সার্জানরা। পাশাপাশি রণক্ষেত্রের চেহারা নেয় রানিগঞ্জ। অন্তত ১৫টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় দোকানপাট। পুলিশ সূত্রে খবর, এদিন সকালে পুলিশের অনুমতি নিয়ে সেখানে রামনবমীর মিছিল বের করেন স্থানীয় উদ্যোক্তারা। আচমকাই মিছিলের উপরে একদল দুষ্কৃতী হামলা শুরু করে। জানা গিয়েছে, মিছিলকে লক্ষ্য করে ইট, বোমা ছোড়া শুরু হয়। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় খবর পেয়েই পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এদিন রানিগঞ্জে যান। পাশাপাশি মেয়র জীতেন্দ্র তেওয়ারির সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন যে তেমন কিছু হয়নি। তিনি শহরবাসীকে গুজবে কান না দেবার পরামর্শ দেন।
ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)