নয়া সাহিত্যবাসর ও কবিথান উৎসবে কবি, সাহিত্যিকদের সংবর্ধনা দেওয়া হল নাটাবাড়িতে
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই নাটাবাড়ি ২৬শে মার্চ ২০১৮: কবি শ্রী সন্তোষ সিংহ এবং আবৃত্তিকার মঈনউদ্দিন চিশতি কে সংবর্ধিত করলো নয়া সাহিত্যবাসর ও কবিথান উৎসব (২০১৮) কমিটি। উৎসব কমিটির কর্নধার রাজবংশি ভাষার গবেষক কবি শ্রী কমলেশ সরকার জানিয়েছেন কোচবিহারের নাটাবাড়ি এলাকায় ভেলাপেটা স্টেট প্লান প্রাথমিক বিদ্যালয় এর মাঠে শনি ও রবিবার দুদিন ব্যাপী রাজবংশি ভাষা শিক্ষা কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানেই রবিবার রাতে রাজবংশি ভাষায় কবিতা লেখার জন্য কবি শ্রী সন্তোষ সিংহ কে এবং রাজবংশি ভাষায় রচিত কবিতা আবৃত্তি করে রাজবংশি কবিতাকে জনপ্রিয় করার জন্য আবৃত্তিকার মঈনউদ্দিন চিশতিকে সম্বর্ধনা জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে জলপাইগুড়ি এ.সি কলেজের অধ্যক্ষ ড: আব্দুর রেজ্জাক আবৃত্তিকার মইনউদ্দিন চিশতির হাতে সমবর্ধনা স্মারক তুলে দেন। নয়া সাহিত্য বাসর কবিথান উৎসব কমিটি আয়োজিত দুদিনের এই কর্মসুচিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার কবি সাহিত্যিকেরা উপস্থিত হয়ে ছিলেন।
ছবিঃ মনোজ সরকার (টি.এন.আই)