ময়নাগুরির বনিক বাড়ির বনেদী বাসন্তী পূজা এবার ২০০ বছরে পড়ল
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৬শে মার্চ ২০১৮: প্রতি বছরের ন্যায় এবারও মহা ধুমধামে ময়নাগুরিতে পালিত হলো বাসন্তী পূজা। পলতা বনিক বাড়ির পূজা এই বছর দুশোতম বর্ষে পড়লো। বনেদি বাড়ির এই পূজা অত্যন্ত নিয়ম ও নিষ্ঠার সহিত পালিত হয়ে থাকে। এই পূজার সঙ্গে মনসা ও কালী প্রতিমা ও পূজিত হয়ে থাকে। বাড়ির এই বাসন্তী পুজা ঘিরে আনন্দে মেতে ওঠে গোটা পাড়া।
আজ দশমী উপলক্ষে সিঁদুর খেলায় মেতা উঠলো এলাকার প্রায় সকল মহিলারা। এ দিন পূজা ঘিরে মহা ভোগেরও আয়োজন করা হয়। শ্রী বাসুদেব বণিক জানান আমাদের এই পূজা ২০০ বছরের পুরানো। পূজার কয়েকদিন বেশ আনন্দে কাটে। চলে খিচুরি ভোগ, নাচ ও গানে মেতে ওঠে ছোট থেকে বড়ো সকলেই।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)
Facebook Comments