মেখলীগঞ্জে জমজমাট চৈতী ছট পুজায় মানুসের ঢল, নিরাপত্তায় বি.এস.এফ
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ২৩শে মার্চ ২০১৮: ভারত- বাংলাদেশ সীমান্ত মেখলীগঞ্জের চাঙ্গারাবান্ধায় চৈতী ছট পুজাকে কেন্দ্র করা সীমান্ত রক্ষী বাহিনী থেকে মেখলীগঞ্জ পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তার ব্যাবস্থা জারি করে। এই পুজা কে কেন্দ্র করে জাতী ধর্ম নির্বিশেষে এক বিশাল মিলন বন্ধন দেখতে পাওয়া যায়। এখানে হাজার হাজার মানুষ জমায়েত হয় ছট পুজাকে কেন্দ্র করে। বিশেষ করে বাংলাদেশিরা সীমান্তে এসে ভীড় জমায় পুজা দেখবার জন্যে। বিশেষ করে এই কমিটির সভাপতি শ্রী মোহন প্রসাদ কানু, এবং সদস্য শ্রী কৃষ্ণা প্রসাদ কানু, শ্রী রাজ কিশোর দুবে, পুরোহিত শ্রী বাপ্পু ঠাকুর প্রমুখ আগত ভক্তদের স্বাগতম জানান এবং গত বছর এর তুলনায় এই বছর আরও ব্যাপক সারা পরে। এদিকে বি.এস.এফের জলপাইগুরি সেক্টর এর শ্রী বি. এস. পাটিয়াল জানান এই ছট পুজাকে কেন্দ্র করে যাতে কোন বিদেশী দুষ্কৃতি আক্রমণ করতে না পারে তার জন্য কড়া নিরাপত্তার জন্যে সীমান্তরক্ষী বাহনী মোতায়েন করা হয়েছে। এদিকে মেখলীগঞ্জ থানার পুলিশ অফিসার ইনচার্জ শ্রী অজিত কুমার শাহ জানান “আমরা ছট পুজাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যাবস্থার পাশাপাশি পুলিশ টহলদারি চালিয়ে যাচ্ছি, যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে”।
ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)