ময়নাগুরি বিডিও র কাছে প্রশ্নফাঁসের ঘটনার অভিযোগ এবিভিপির
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৩শে মার্চ ২০১৮: শুক্রবার ময়নাগুরি শহরে হরিদয়াল রায়ের প্রশ্নফাসের ঘটনার অভিযোগে ময়নাগুরি বিডিও অফিসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। ৩ দফা দাবিতে এদিন ডেপুটেশন দেওয়া হয় ময়নাগুরি বিডিও কে। মূল দাবী গুলির মধ্যে রয়েছে
- অবিলম্বে হরিদয়াল রায়ের বিরুদ্ধে ৪২০ ধারায় মামলা রুজুকরতে হবে।
- এর পিছনে আর কে কে আছে তা খুজে বের করতে হবে।
- শিক্ষারত্ন ফিরিয়ে নিতে হবে।
ময়নাগুরি বিডিও শ্রী শ্রেয়সী ঘোষ জানান আমি এ ব্যপারে উর্দ্ধোতন কর্তিপক্ষ কে জানাবো। এদিকে শুক্রবার ময়নাগুরি পুলিশপ্রশাসনের পক্ষ থেকে ময়নাগুরিতে ২ কোম্পানি র্যাফ বাহিনী ময়নাগুরি শহরে রুটমাচ করে। এ ছাড়াও ময়নাগুরি হাসপাতল পাড়ায় হরিদয়াল রায়ের বাড়ির সামনে পুলিশ পিকেটিং করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা জায় আইন শৃঙ্কলা রক্ষার জন্য পুলিশের পিক্ষ থেকে এই ব্যবস্থা বলে জানা গেছে। অপর দিকে এদিন ময়নাগুরি থানায় সুভাষনগর স্কুলের শিক্ষক শ্রী বিশ্বজিৎ রায় হরিদয়াল রায়ের বিরুদ্ধে থানায় ডাইরি করেন।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)