প্রশ্নকান্ডে অভিযুক্ত হেডমাষ্টার তৃনমূল কংগ্রেসের কেউ নয় দাবী ময়নাগুরি ব্লক টিএমসি’র
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২২শে মার্চ ২০১৮: হরিদয়াল রায়ের প্রশ্নবিভ্রাট নিয়ে জেলা থেকে রাজ্য সরগরম। হরিদয়াল রায় তৃণমূল শিক্ষা সেলের সভাপতি এই খবর মিডিয়াতে প্রচারের পরের দিনই নড়েচড়ে বসলো ময়নাগুরি ব্লক তৃনমূল কংগ্রেস। বৃহস্পতিবার ময়নাগুরি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয়। সাংবাদিক বৈঠকে ময়নাগুরি তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি শ্রী মনোজ রায় জানান “গতকাল আমি খবরে দেখেছি হরিদয়াল রায় কে তৃনমূল শিক্ষ সেলের সভাপতি বলা হয়েছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি হরিদয়াল রায় তৃণমূল পার্টি করেন না। তিনি শিক্ষা সেলের কেউ নন”। মনোজ বাবু আরো বলেন যে হরিদয়াল রায় একজন শিক্ষক তবে তিনি শিক্ষা সমাজের কলঙ্ক। দোষ প্রমানিত হলে হরিদয়াল রায়ের কঠোর শাস্তির দাবি করেন তিনি। মনোজ বাবু প্রশ্ন তলেন, হরিদয়াল রায় যদি সত্যি তৃনমূল পার্টি করেন তাহলে কোন পার্টি প্রোগ্রামে কেনো তাকে দেখা যায় না? এমন কি কিছুদিন আগে ময়নাগুরিতে জলপাইগুড়ি জেলা সন্মেলন অনুষ্ঠিত হলো কেন তাকে সেদিনও দেখা যায়নি?
ছবিঃ সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া