ময়নাগুরি ও ধুপগুড়ীতে খোলা বাজারে আলুর দাম বাড়ায় খুসি আলুচাষিরা
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৯ই মার্চ ২০১৮: আলুর বাজার চাঙ্গা হয়ে উঠেছে ময়নাগুরি ও ধুপগুরিতে। একজন আলুচাষি জানান বিগত কয়েকবছর হিমঘরে আলু রেখে ব্যপক ক্ষতির মুখে পড়তে হয়েছিলো। শ্রী রমেশ সরকার জানান গত বছর এত লোকসান হয়েছিলো যে আলু হিমঘর থেকেই বের করা হয়নি, কারন আলুর একদম দাম ছিলো না। তবে এই বছর আলুর ফলন কম হয়েছে তবে আলুর দাম থাকায় এই বছর প্রত্যেক আলুচাষি লাভের মুখ দেখতে পাবেন বলে তিনি জানান। দাম ভালো থাকায় বেশীর ভাগ আলুচাষিরা তাদের আলু বাজারে বিক্রি করে দিচ্ছেন। বাজারে ভালো দামের কারনে কৃষকেরা সরাসরি আলু বিক্রয় করায় সবচেয়ে বেশি চিন্তায় পড়েছেন হিমঘরের মালিকেরা। অপর দিকে আলুচাষিদের খুশির পাশাপাশি মাথায় হাত পড়েছে গৃহস্থে। আলু খোলাবাজারে ১৫টাকা কেজি দরে কিনতে হচ্ছে। ময়নাগুরি বাজারে বাজার করতে আসা শ্রীমতী পারুল সরকার জানান আলুর দাম বাড়ায় খুব সমষ্যা দেখা দিচ্ছে। প্রায় প্রতি রান্নাতেই আলুর প্রয়োজন। তাই অন্যান্য সবজীর মতো আলুর দাম আকাশ ছোঁয়া। এই মত অবস্থায় সত্যি কপালে হাত সাধারন মানুষজনের। তবে ওয়াকিবহলের ধারনা খোলাবাজারে সামনের দিনে আলুর দাম আরো বাড়বে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)