ময়নাগুরি ব্লকের ১৬টি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিতে চলেছে কামতপুর পিপলস পার্টি
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৯ই মার্চ ২০১৮: সামনেই পঞ্চায়েত নির্বাচন আর এই পঞ্চায়েত নির্বাচনে ময়নাগুরি ব্লকের ১৬টি গ্রাম পঞ্চায়েতেই প্রার্থী দিবে কেপিপি। ময়নাগুরি ব্লকের রামসাইয়ে কেপিপি দলের নেতা কর্মীরা একটি সভা করে এই সিদ্ধান্ত গ্রহন করেন। কেপিপি দলের ময়নাগুরি ব্লক সভাপতি শ্রী ধীরেন রায় জানান রামশাই য়ে গ্রাম পঞ্চায়েত এর আসন সংখ্যা ১৮টি। এই দিনের সভায় দশ জনের নাম প্রাথমিক ভাবে বিবেচনা করা হয়েছে। তবে যে দুটি আসন কেপিপির দখলে রয়েছে কাউয়াগাব নিলামতি বুথ ও সাতভেন্ডি ভাবানী বুথ এর সদস্য বা সদস্যা শ্রী সুকুমার রায় ও শ্রীমতী কণিকা রায় তারা এই বছর প্রার্থী হবেন। ধীরেন বাবু আরো জানান রামশাইয়ে ১৮ টি আসনের মধ্যে ১০টি আসনে প্রার্থীর নাম প্রাথমিক ভাবে স্থির হয়েছে বাকি ৮টি আসনে প্রার্থীর নাম আগামী কয়েকদিনের মধ্যেই স্থির হবে। ধীরেন বাবু আশা রাখেন এই বার তাদের আসন সংখ্যা আরো বাড়বে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)