ময়নাগুরিতে সময়ের আগেই মাধ্যমিকের প্রশ্নের প্যাকেট খুলে বিপাকে প্রধান শিক্ষক
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৯ই মার্চ ২০১৮: মাধ্যমিক প্রশ্নপত্রের প্যাকেট খোলার অভিযোগ উঠলো ময়নাগুরি সুভাষ নগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের বিরুদ্ধে। এদিন মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্রের প্যাকেট সময়ের আগেই খুলতে গিয়ে হাতে নাতে এস.আই এর কাছে ধরা পড়েন তিনি। ময়নাগুরি এস.আই শ্রী বিশ্বনাথ ভৌমিক জানান মাধ্যমিকের প্রশ্নপত্র খোলার কিছু নিয়ম আছে। কিন্তু হরিদয়াল বাবু সেই নিয়মের কোন তোয়াক্কা করেননি তাই আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ময়নাগুরি বিডিও শ্রীমতী শ্রেয়সী ঘোষ জানান এই রকম একটা অভিযোগ এসেছে। এর বেশিকিছু বলতে পারবো না। এদিকে অভিযুক্ত হরিদয়াল রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এই দিন অঙ্ক পরিক্ষা জন্য আমি আগেই প্রশ্ন পত্র খুলেছি এস.আই কিছু জানা বা শোনার আগেই ছবি তুলে শিক্ষা দপ্তরে পাঠিয়েছেন। আমি কাজের সুবিধার জন্যই আগে প্যাকেট খুলেছি এর সাথে প্রশ্নপত্র লিকের কোন ব্যপার নেই।