মেখলীগঞ্জে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচী পালন করা হল আজ
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১৮ই মার্চ ২০১৮: আজ মেখলীগঞ্জের উচলপুকুরি অঞ্চলে মেখলীগঞ্জ থানা এবং শান্তি রক্ষা বাহিনীর পক্ষ থেকে অভিনব ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচী পালন করা হল। ট্রাফিক আইন ভঙ্গকারীদের চালান বা শাস্তির বদলে সমাজের প্রতি দায়ীত্বহীনতার জন্য মিষ্টি মুখ করানো হয়। এই কর্মসূচীতে তৃনমূল কংগ্রেসের বুথ সভাপতি কাসেম আলি মিয়াঁ ও মেখলীগঞ্জ থানার পুলিশ প্রত্যক্ষভাবে সাহায্য করে। পুলিশ ও আয়োজকের পক্ষ থেকে মিষ্টিমুখ করার পাশাপাশি বোঝানো হয় ট্রাফিক নিয়মনীতি নিয়ে। হেলমেট বিহীন বাইকচালক রতন সরকার, বাসুদেব বর্মন, দেবজ্যোতি রায় ও জয়দেব রায়রা জানান, যে তারা লজ্জিত হয়েছে হেলমেট না পরার জন্য মিষ্টি খাওয়ার জন্য। তবে এই উদ্যোগ সাধুবাদও জনিয়েছে। তারা প্রতিজ্ঞাও করেন যে এর পরেরবার হেলমেট পরেই বের হবে রাস্তায়। অন্যদিকে, এই কর্মসূচির আয়োজক তথা তৃনমূল কংগ্রেসের ৩৩ নং বুথ সভাপতি কাসেম আলি মিয়াঁ জানান, মানুষ সচেতনার অভাবে হেলমেট থাকার পরেও মাথায় দেয়না। সরকার এনিয়ে প্রচুর টাকা খরচ করে বিভিন্ন কর্মসূচি পালন করে মানুষকে সচেতন করেছে। আমরাও সরকারের এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করার জন্য এগিয়ে এসেছি। আমাদের গ্রামের সকল হেলমেট বিহীন বাইক চালকদের সমাজের প্রতি দায়ীত্বহীনতার জন্য মিষ্টি মূখ করালাম এবং তাদের বোঝানো হল হেলমেট না পরে গাড়ী চালানোর জন্য কিকি সমস্যা হয়। আজকে সকল হেলমেট বিবীন বাইক আরোহী প্রতিজ্ঞা করলো আগামীতে তারা হেলমেট পরে বের হবে রাস্তায়। অন্যদিকে, মেখলীগঞ্জ থানার এ.এস.আই শ্রী দয়াল রায় জানান, যেভাবে নাগরিক কমিটি ও রাজনৈতিক দলগুলি এগিয়ে আসছে ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’ কর্মসূচীতে, তা প্রশংসনীয়। সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)