রাতের ময়নাগুরিতে বাতি না জ্বালিয়ে চলছে টোটো, আটক ২০টি টোটো
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৬ই মার্চ ২০১৮: প্রতিদিনই ময়নাগুরি শহরে সন্ধ্যের পর আলো না জ্বালিয়ে চলাচল করছে টোটো। এর ফলে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। শুক্রবার সন্ধের পর ময়নাগুরি ট্রাফিক মোড়ে বাতিহীন টোটোগুলির বিরুদ্ধে অভিজানে নামে ময়নাগুরি টাফিক পুলিশ। ময়নাগুরি ট্রাফিক ওসি ফজরুল হকের নেতৃত্বে চলে এই অভিজান। ময়নাগুরি ট্রাফিক ওসি ফজরুল হক জানান টোটো চালকেরা মূলত ব্যটারি সাশ্রয়ের জন্যই এই পদ্ধতি অবলম্বন করেন। যার ফলে যখন তখন দুর্ঘটনা ঘটছে। এদিন ২০টি টোটোকে বাতি না থাকায় আটক করা হয়েছে। এই অভিযান প্রতিনিয়ত চলবে বলে জানান ফজরুল হক।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টি.এন.আই)
Facebook Comments