সুপার ডিভিশন ক্রিকেট লীগে বৃষ্টির জন্যে জি.টি.এস – নকশালবাড়ি ম্যাচ রেজাল্ট অপেক্ষারত
প্রনব দাস (টী.এন.আই শিলিগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ১১ই মার্চ ২০১৮: শিলিগুড়ি মহকুমা ক্রিকেট পরিষদ দ্বারা আয়োজিত আজকের সুপার ডিভিশন ক্রিকেটে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শিলিগুড়ির নকশালবাড়ি ইউনাইটেড ক্লাব এবং শিলিগুড়ির জি.টি.এস ক্লাব। প্রথমে টসে জিতে জি.টি.এস ক্লাব ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আজ জি.টি.এস ক্লাব ৪২ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তোলে। জি.টি.এস ক্লাবের হয়ে ভাল রান তোলে নবাঙ্কুর ঘোষ (৫৫) এবং আকাশ পোদ্দার (৩৫)। নকশালবাড়ি ইউনাইটেড ক্লাবের বোলার মনোজ মল্লিক জি.টি.এস ক্লাবের ৩ উইকেট দখল করে। জবাবে নকশালবাড়ি ইউনাইটেড ক্লাব ব্যাট করতে নেমে ২৮ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৭ রান করেছিল আর ঠিক তখনই মুশলধারায় বৃষ্টি নামে মাঠে এবং আসেপাসের এলাকায়। কোন উপায় না দেখে মাঠের আম্পায়ারদের ম্যাচ বন্ধ করতে হয়। স্বয়ংক্রিয় ম্যাচ স্কোরকার্ড তৈরির কোন যন্ত্র না থাকার ফলে শিলিগুড়ি মহকুমা ক্রিকেট পরিষদের নিয়ম অনুযায়ী প্রাকৃতিক কারনে ম্যাচ পুরোপুরি বন্ধ হয়ে গেলে পরে রেজাল্ট ঘোষণা করা হয়। তবে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচন করা হয় জি.টি.এস ক্লাবের আকাশ পোদ্দারের ৫৫ রান করার জন্যে।
ছবিঃ প্রনব দাস (টী.এন.আই)