ইসলামপুরে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ১৮৬তম জন্মোৎসবের দিনে সুচনা হল মিশন স্কুলের
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১১ই মার্চ ২০১৮: ইসলামপুর রামকৃষ্ণ মিশনের পরিচালনায় আজ রবিরার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৬তম জন্মোৎসব সাড়ম্বরে পালিত হলো। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠান সুচিত হয় যার মধ্যে ছিল ঢাকের বাদ্দি, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বানী পাঠ, শ্যামা সঙ্গীত পরিবেষণ ইত্যাদি। তাছাড়া সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, স্বামীজির উপদেশ পাঠ, দুঃস্থদের মধ্যে মশারী বিতরণ ইত্যাদির মধ্যে দিয়ে পালন করা হয়। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে রামকৃষ্ণ মিশন পরিচালিত বহু প্রতীক্ষিত স্কুলের সুচনা হয়। আগামী শিক্ষা বর্ষ থেকেই এই স্কুল চালু হয়ে যাবে। ইসলামপুর রামকৃষ্ণ মিশনের সহসম্পাদক শ্রী তপন বিশ্বাস বলেন, “শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৬তম জন্মোৎসব পালনের দিন এই স্কুলের সুচনা ইসলামপুরের শিক্ষা জগতে এক নয়া দিশা দেখাবে”।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)