জোরপাকড়িতে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতীত্বের অভিযোগ থানা ঘেরাও ময়নাগুরিতে
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১১ই মার্চ ২০১৮: গতকাল রাতে তৃণমূল – বিজেপি সংঘর্ষের পর জোরপাকড়ি এলাকার বাসিন্দা এবং ব্যবসায়ীরা দোষীদের গ্রেফতার না করে নিরিহদের গেফতারের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোব দেখাতে থাকে। ব্যবসায়ীদের পক্ষ থেকে জানানো হয় রাজনৈতিক সংঘর্ষের কারনে তাদের ব্যবসা মার খাচ্ছে।
নির্দোষ ব্যবসায়ীদের পুলিশ গ্রেফতার করছে। এরই প্রতিবাদে ব্যবসা বন্ধ ডেকেছে জোরপাকড়ি এলাকার বাসিন্দারা। সেই সাথে তারা পুলিশের সাথে অলোচনায় বসতে চায় এবং দাবী করতে চান যেন নির্দোষ ব্যবসায়ীদের ছেড়ে দেওয়া হয়। জোরপাকড়ির বাসিন্দা শ্রীমতী রিনা বসাক জানান পুলিশ রাত্রে গিয়ে তার স্বামীকে তুলে এনেছে বাড়িতে ভাঙচুর করেছে এবং মহিলাদের গায়ে হাত ও দিয়েছে। ময়নাগুরি থানার আই.সি শ্রী নন্দকুমার দও জানিয়েছেন এলাকায় শান্তি ফেরাতে বেশ কয়েকজন কে আটক করা হয়েছে এবং নির্দোষ প্রমানিত হলে তাদের ছেড়ে দেওয়া হবে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)