চ্যাংরাবান্দা রাণীরহাটে বহু প্রতীক্ষিত রাস্তার কাজ শুরু হল
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ১০ই মার্চ ২০১৮: বহু প্রতীক্ষিত রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা, আজ শুভ উদ্ভোদনে রাণীরহাটে শৌলমারী বামনের বাড়ি পাশে সি.সি. পাঁকা রাস্তার কাজের শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করেন এলাকার উপপ্রধান শ্রী ফুলেশ্বর রায়, উপস্থিত ছিলেন শ্রী বাপ্পা মন্ডল, শ্রী অমল বর্মন, শ্রী উদয় অধিকারী। রাণীরহাট গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক শ্রী সুপ্রিয় ব্যানার্জি জানায় ১৮০ মিটার লম্বা গ্রাম পঞ্চায়েতের পি.বি.জি তহবিল থেকে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে এই সি.সি. পাঁকা রাস্তা নির্মাণ করা হচ্ছে। নতুন রাস্তা পেয়ে খুশি গ্রামবাসীরা।
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)
Facebook Comments