রাস্তার পুনর্নির্মাণের দাবীতে দেওগাঁও এ একাধিক জায়গায় পথ অবরোধ
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১০ই মার্চ ২০১৮: গতকাল ফালাকাটা ব্লকের দেওগাঁও হয়ে পাঁচ মাইল থেকে রাঙ্গালিবাজনা পর্যন্ত বেহাল ১৩ কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তা পুনর্নির্মানের কাজ শুরু হয়েছিল ডিসেম্বর মাসে। তবে বন্ধ হয়ে যায় কাজ দু’সপ্তাহ কাজ চলার পর। এলাকাবাসীর অভিযোগ ভাঙাচোরা রাস্তায় ধুলোর জন্য চলাচল করাই মুশকিল হয়ে পড়েছে। রাস্তা পুনর্নির্মানের দাবিতে শুক্রবার সকাল থেকেই দেওগাঁওয়ের একাধিক জায়গায় দফায় দফায় পথ অবরোধ শুরু করলেন এলাকাবাসীরা সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। সকাল সাতটা নাগাদ দেওগাঁওয়ের গোবিন হাটে পথ অবরোধ করে দেওগাঁও অঞ্চল নাগরিক মঞ্চ। খবর পেয়ে ছুটে আসেন দেওগাঁও গ্রামপঞ্চায়েতের প্রধান সুশীল দাস। রবিবারের মধ্যে তিনি কাজ শুরু করার প্রতিশ্রুতি দিলে বেলা ১০.১৫ মিনিট নাগাদ অবরোধ ওঠে। এদিকে, দেওগাঁও হাইস্কুলের সামনে বেলা দশটা থেকে পথ অবরোধ শুরু করে দেওগাঁও হাইস্কুলের ছাত্রছাত্রীরা সহ গ্রাম বাসি। অবরোধে শামিল হন স্থানীয় বাসিন্দারাও। দেওগাঁও গ্রামপঞ্চায়েতের প্রধান সুশীল বাবু বলেন, মাটি নিয়ে সমস্যার জেরে কাজ বন্ধ হয়েছে। সমস্যা মিটতে চলেছে। ছাত্রছাত্রীদের সাথে আলোচনা হয়েছে । পৌনে এগারোটা নাগাদ অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা। এরপর সাভাবিক হয় জনজীবন।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)