কামতাপুরি ভাষা স্বীকৃতির আনন্দে ময়নাগুরিতে কেপিপি র আনন্দ মিছিল
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুড়ি ১০ই মার্চ ২০১৮: গত ২৮ তারিখ বিধান সভায় কামতাপুর প্রগ্রেসিভ পার্টির ভাষা স্বীকৃতি পাশ হয়। এই আনন্দে শুক্রবার কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে ময়নাগুরিতে উল্লাস মিছিল বের করা হয়। এদিনের এই মিছিল ময়নাগুরি নতুন ও পুরাতন বাজার পরিক্রমা করে নতুন বাজার বাস টার্মিনাসে এসে শেষ হয়। বাস টার্মিনাসে রং মেখে বাজনার সাথে নেচে আনন্দে মেতে উঠেন পার্টির নেতৃত্ব থেকে শুরু করে কর্মিরা। কামতাপুর প্রগ্রেসিভ পার্টির ময়নাগুরি ব্লক সভাপতি ধীরেন রায় জানান অতুল বাবুর নেতৃত্বে এবং মমতা ব্যনার্জীর দয়ায় তাদের এই সাফল্য। তিনি জানান এই ভাষা স্বীকৃতি পাস হওয়ার জন্যই আজ পার্টির পক্ষ থাকে ময়নাগুরি ব্লকের বিভিন্ন এলাকায় উল্লাস মিছিল করা হচ্ছে। তিনি আরো জানান এদিনের মিছিলে অনেক নতুন নতুন লোক যোগদান করেছে। ধীরেন বাবু আরো জানান এই ভাষা স্বীকৃতির ফলে সাধারন মানুষের মুখে হাসি ফুটেছেন। এদিনের এই দিন আনন্দময় দিন বলে ধীরেন বাবু জানিয়েছেন।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)