দক্ষিন দিনাজপুর জেলা জুরে পালিত হল হাত-ধোয়া কর্মসূচী
দীপঙ্কর মিত্র (টী.এন.আই বালুরঘাট) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই বালুরঘাট ১০ই মার্চ ২০১৮: আগামী ১২ই মার্চ দক্ষিন দিনাজপুর জেলাকে সম্পুর্ন নির্মল (ওডিএফ) ঘোষনা করতে চলেছে দক্ষিন দিনাজপুর জেলা প্রশাসন। আর সেই উদ্দেশ্য কে সম্পুর্ন রূপে সাফল্য মন্ডিত করতে শুক্রবার বিদ্যালয় স্তরে অনুষ্ঠিত হল বিশেষ হাতধোয়া কর্মসূচী(হ্যান্ড ওয়াস ডে)। দক্ষিন দিনাজপুর জেলা শিক্ষা দফতর সূএে জানাগেছে জেলা জুরে এস.এস.কে, এম.এস.কে, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা সহ প্রায় দুই হাজার বিদ্যালয়ে পালিত হয়েছে এই কর্মসূচী। এই মর্মে জেলা প্রকল্প আধিকারীক ও জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) এর দফতর থেকে বিশেষ নির্দেশিকা বিদ্যালয় গুলিতে পাঠানো হয়েছিল বলে জেলা শিক্ষাদফতর সূএে জানাগেছে। পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’ কেননা সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা গেলে বিভিন্ন রোগ থেকে পরিত্রান পাওয়া সম্ভব হবে। শুধু মাত্র সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার ফলে প্রায় ৫০ শতাংশ রোগ থেকে রক্ষা পাওয়া যায়। তাই হাত ধোয়ার গুরুত্ব অপরিসীম। চেতনার প্রসার, নিরাপদ ও স্বাস্হবিধি সম্মত অভ্যাস ও নিরাপদ নিষ্কাসন প্রক্রিয়া সম্পর্কে জনসাধারণকে উত্তরোত্তর জ্ঞাত করাও এই প্রকল্পের লক্ষ্য। এবিষয়ে গঙ্গারামপুর উওর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুনীল কুমার দাস জানান, ১২ই মার্চ দক্ষিন দিনাজপুর জেলাকে সম্পুর্ন নির্মল ঘোষনা করার কর্মসূচী গ্রহন করা হয়েছে, তারই অঙ্গ হিসেবে ঐ দিন জেলা জুরে বিভিন্ন বিদ্যালয়ে হেন্ডওয়াশ ডে পালন কর্মসূচী গ্রহন করা হয়েছিল। হেন্ডওয়াশ ডে পালন কর্মসূচী উপলক্ষ্যে বড়ম গোকুলপুর জুনিয়র হাইস্কুলে বিভিন্ন কর্মসূচী পালন করাহয় এদিন। হেন্ডওয়াশ ডে উপলক্ষ্যে বিদ্যালয়ের পক্ষথেকে নির্মলতা বিষয়ে ছাএ-ছাত্রী এবং অভিভাবক সকলকে সচেতন করা হয়। পাশাপাশি শৌচ কর্মের পরে , মিড–ডে মিল খাওয়ার আগে পরিচ্ছন্নভাবে হাত ধোওয়ার বিষয়ে অবগত করা হয়। বিদ্যালয়ের অতিথি শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, হামিদুল ইসলাম, অসীম তপস্বী-রা জানান, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাঁচটি পদ্ধতিতে হাতধোয়ার পদ্ধতি শেখানো হয়। পাশাপাশি বাইরে মাঠে ঘাটে আর শৌচকর্ম নয়, সুস্থ থাকতে গেলে স্বাস্থ বিধান মানতে হবে। সকলের কাছে এই আবেদন রাখেন তারা।
ছবিঃ দীপঙ্কর মিত্র (টী.এন.আই)