আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ময়নাগুরিতে মহিলা মহাসংঘের অনুষ্ঠান
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ৮ই মার্চ ২০১৮: বৃহস্পতিবার ময়নাগুরি সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরের মহিলা মহাসংঘ ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নাগুরি বিডিও, ময়নাগুরি থানার আই.সি, ময়নাগুরি থানার ট্রাফিক ওসি সহ অন্যান্য আধিকারিক গণ। এদিন এই অনুষ্ঠানে ১৮ থেকে বয়স্ক মহিলারা পর্যন্ত উপস্থিত ছিলেন। ময়নাগুরি বিডিও শ্রীমতী শ্রেয়শী ঘোষ জানান নারী দিবস উপলক্ষে যারা বিভিন্ন ভাবে সমাজে ভালো কাজ করে চলেছেন যেমন শিক্ষিকা, বা ছোট ব্যাবসা বা সেল্ফ হেল্ফ গ্রুপ করেই হোক তাদের একটি করে সার্টিফিকেট প্রদান করা হবে। তিনি আরো জানান এই অনুষ্ঠানের মাধ্যমে নারীরা যাতে সমাজে অনেক এগিয়ে যেতে পারে এবং তাদের কাজে উৎসাহ প্রদানের উদ্দেশ্যেই এই অনুষ্ঠান বলে জানান বিডিও। এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ করা যায়।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)