ইসলামপুরে রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের উদ্বোধন হল
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ৪ঠা মার্চ ২০১৮: গতকাল অর্থাৎ শনিবার রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ইসলামপুর ও চোপড়া শাখায় এটিএম এর শুভ সূচনা হল। উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গোলাম রব্বানী। এছাড়াও এদিনের এটিএম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি আলেমা নুরী, রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের এরিয়া জেনারেল ম্যানেজার প্রসেনজিৎ ঘোষ, রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের উত্তর দিনাজপুরের চেয়ারমান মহম্মদ নাসিম সারসার সহ অন্যান্যরাও। রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের এরিয়া জেনারেল ম্যানেজার প্রসেনজিৎ ঘোষ বলেন, উত্তর দিনাজপুর জেলার চোপড়া ও ইসলামপুরে এটিএম মেশিনের উদ্বোধন হল। আগামীতে আরো বেশি সংখ্যক মেশিন বসানো হবে। এছাড়াও মানুষের কাছে আমাদের পরিষেবা আরও বেশি করে পৌঁছে দেওয়ার জন্য মোবাইল ব্যাংকিং পরিষেবা চালু করতে চলেছি। রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারমান মহম্মদ নাসিম সারসার বলেন, জেলায় এই নিয়ে আমাদের 11 নম্বর এটিএম মেশিন চালু হলো। এটিএম মেশিন থেকে গ্রামাঞ্লের গ্রাহকরা উপকৃত হবে পাশাপাশি ব্যাঙ্কও লাভবান হবে।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)