কুচবিহারে আবার তৃনমূলের গোষ্ঠীর সংঘর্ষ, এবার স্থান হারিভাঙ্গা অঞ্চল
মনোজ সরকার (টী.এন.আই কুচবিহার) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই কুচবিহার ২৮শে ফেব্রুয়ারি ২০১৮: আবারো তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে জেরবার, কুচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারি এলাকা। বেশ কিছুদিন ধরেই এই ব্লকেরই হারিভাঙ্গা অঞ্চলে বোমা গুলির লড়াইয়ে অতিষ্ট এলাকার সাধারন মানুষ। আজ চান্দামারিতে গুলিবিদ্ধ হলেন এক যুবক। আহত হয়েছেন আরও ৫ জন। গুলিবিদ্ধ মিঠুন মোদককে কুচবিহার এম.জে.এন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায়। ব্লক সভাপতি খোকন মিঞা জানান চান্দামারির একটি বুথ কমিটির সম্মেলনে যোগ যাওয়ার সময় চান্দামারি গ্রাম পঞ্চায়েত সদস্য বিকাশ মোদকের ভাইপো মিঠুন মোদককে লক্ষ করে গুলি করা হয়। অভিযোগের তীর ১ নম্বর ব্লকের কার্যকারী সভাপতি আজিজুল হকের গোষ্ঠীর দিকে। অন্যদিকে, অভিযোগ মানতে নারাজ কার্যকারী সভাপতি আজিজুল হক। তিনি জানান ঘটনার সাথে তৃনমুলের কোন যোগ নেই। পুরো ঘটনা পুলিশ প্রশাসন ও জেলা সভাপতি শ্রী রবীন্দ্রনাথ ঘোষ কে জানানো হয়েছে।
ছবিঃ মনোজ সরকার (টী.এন.আই)