মেটেলিতে তৃনমূল মাধ্যমিক সহায়িকাদের ১৫ জনের নতুন কমিটি গঠিত
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেটেলি ২৬শে ফেব্রুয়ারি ২০১৮: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সমূহের সহায়ক ও সহায়িকাদের নিয়ে সভা করলো তৃণমূল কংগ্রেসের মেটেলি ব্লক নেতৃত্ব। রবিবার জেলার চালসা গয়ানাথ বিদ্যাপীঠে পশ্চিমবঙ্গ তৃণমূল শিশু শিক্ষা ও মাধ্যমিক সহায়ক ও সহায়িকা সমিতির মেটেলি ব্লক কমিটির প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি সোনা সরকার, যুব নেতা হোসেন হাবিবুল হাসান, শিক্ষক নেতা শ্রী সচিন দারণাল, শ্রী মনোজ মন্ডল, শ্রী অরূপ দে, সংগঠনের নগড়াকাটা ব্লক সভানেত্রী শ্রীমতী তনুশ্রী গুহ প্রমুখ। ছিলেন মেটেলি ব্লকের শতাধিক সহায়ক ও সহায়িকা। সভায় কর্মীদের নানা সমস্যা নিয়েও আলোচনা করা হয়। পাশপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রাথীদের বিপুল ভোট জয়ী করবার উদ্দেশ্যে সমিতির সদস্যদের ব্যাপক হারে প্রচার করবার জন্য বলেন উপস্থিত নেতৃত্ব। সভা থেকে এদিন ১৫ জনের নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভানেত্রী, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ হিসাবে মনোনীত হয়েছেন যথাক্রমে শ্রীমতী সীমা সরকার, শ্রীমতী দীপালি কর্মকার ও শ্রীমতী পবিত্রী রাসাইলি। এদিকে দলীয় সুত্রে জানা গেছে, পঞ্চায়েত নির্বাচনের আগে ছোট ছোট সংগঠনগুলিকে সংগঠিত করে এলাকায় তৃণমূল কংগ্রেসকে আরও কিছুটা শক্তিশালী করাই মূল উদ্দেশ্য।