অনশন করে বকেয়া পিএফ এর টাকা ফিরে পেলেন সাপ্টিবাড়ির বিমল কৃষ্ণ রায়
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ২৬শে ফেব্রুয়ারি ২০১৮: পি.এফ এর টাকা সময়মত না পাওয়ার ক্ষোভে অনশনে বসেন ময়নাগুরি ভোটপাট্টির বাসিন্দা শ্রী বিমল কৃষ্ণ রায়। তিনি সাপ্টিবাড়ি ২নং অঞ্চলের সচিব ছিলেন। বিমল বাবু জানান অবসরকালিন ১০ শতাংশ টাকা প্রদানের দাবিতে তিনি এদিন ময়নাগুরি সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে অনশনে বসেছেন। তিনি জানান ২০১৪ সালের ৩০শে সেপ্টেম্বর অবসর গ্রহন করেন। অবসরের পর দীর্ঘ দিন কেটে গেলেও তিনি তার বকেয়া টাকা পাননি। এই ব্যপারে প্রশাশনের কাছে বার বার অভিযোগ জানালেও লাভ কিছুই হয়নি বলে তিনি দাবি করেন। এর জন্যই তিনি আজ ময়নাগুরি বিডিও অফিসে অনশন শুরু করেন।
অনশনের কথা শুনে ময়নাগুরির সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতি তার সঙ্গে দেখা করতে আসেন এবং বিমল বাবুকে টাকা পাবার বিশয়ে আশ্বাস দিলে অনশন উঠে যায়। ময়নাগুরি সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী শ্রেয়সী ঘোষ জানান ৯৮ হাজারের মধ্যে ৯০ হাজার টাকার চেক ওনার হাতে তুলে দেওয়া হলো। বাকি ৮ হাজার টাকাও খুব তাড়াতাড়ি ওনাকে দিয়ে দেওয়া হবে। অপর দিকে পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সুভাষ বোষ জানান প্রশাশনের সাথে একটা কমিউনেশন গ্যাপ হয়ে ছিলো তা আজ আলোচনা ও সমষ্টি উন্নয়ন আধিকারিকের হস্তক্ষেপে মিটে গেলো।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)