প্রাইমারী স্কুলের ছাত্র ছাত্রীদের পড়াশোনার সামগ্রী বিলি করল ফালাকাটার এসএসবি
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ১৯ই ফেব্রুয়ারি ২০১৮: ফালাকাটার এসএসবি ৫৩ নম্বর ব্যাটালিয়ন সমাজসেবা মূলক কার্যক্রমের অধীন উত্তর সিমলাবাড়ি প্রাইমারী স্কুলের ৪৭ জন ছাত্র ছাত্রীদের স্কুল ব্যাগ, খাতা, রুল পেন্সিল, পেন্সিল বক্স, কলম প্রভৃতি সামগ্রী প্রদান করা হয়। এই উপলক্ষে একটি অনুষ্ঠনের আয়োজন করে স্কুলের ছাত্র ছাত্রীরা। সেই অনুষ্ঠানে ফালাকাটার এসএসবি ৫৩ নম্বর ব্যাটালিয় পক্ষথেকে বেটি বাঁচাও বেটি পোড়াও এর উপর সচেতনতা শিবির করা হয়। সেখানে মহিলাদের শিক্ষা, খেলাধুলার ওপর বেশি জোর দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্তিত ছিলেন ফালাকাটার এসএসবি ৫৩ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অরবিন্দ কুমার, পাতলাখায়া গ্রাম পঞ্চায়েত সদস্য অশোক কারজি, উত্তর সিমলাবাড়ি প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত নন্দী, বিদ্যালয়ের অবিভাবক, এলাকা বাসি প্রমুখ।
ছবিঃ অরুনাংশু মৈত্র (টী.এন.আই)