ময়নাগুরিতে বাবার বাড়িতেই মৃত্যু বিবাহিতা মেয়ের, ম্যা জিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৭ই ফেব্রুয়ারি ২০১৮: ময়নাগুড়ি ব্লকের ধওলাগুড়ি গ্রামের ঘটনা। শুক্রবার ধওলাগুড়ি গ্রামের বাসিন্দা রীনা রায়ের (২৭) মৃত্যু হয় বাবা তুলা রায়ের বাড়িতেই। দুপুরে খাবার সময় মা লক্ষ্মী রায় মেয়ে রীনাকে ডাকতে গিয়ে দেখেন রীনা বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে আছেন।এরপর তারা ময়নাগুড়ি থানার পুলিশকে খবর দেন। রীনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে। গত দেড় বছর আগে তুলা রায় মেয়ে রীনার বিয়ে দেন রথের হাটের বাসিন্দা তাপস রায়ের সঙ্গে।বিয়ের দুমাস পর রীনা চলে আসেন বাবার বাড়িতে। তাঁর পর থেকে এখানেই থাকতেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ২০১৭ সালের ডিসেম্বর মাসে রীনা বাবার বাড়িতে রান্না করতে গিয়ে গায়ে আগুন লেগে যায়। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রীনা। এই কারনে শারীরিক দিক থেকে অসুস্থ ছিলেন তিনি। ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। শনিবার রীনার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠাবে পুলিশ।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)