ইসলামপুর পুলিশ ফুটবলে ট্রাই়ব্রেকারে সোনাপুর জিপি হাড়িয়ে দিল ঘিরনিগাঁও জিপিকে
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই শিলিগুড়ি ১৬ই ফেব্রুয়ারি ২০১৮: উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার শততম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শুরু হয়েছে বর্ষব্যাপী অনুষ্ঠান। গত সপ্তাহে রক্তদান শিবিরের পর আজ ছিল পুলিশ পাবলিক কমিউনিটি ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা। চোপড়া ফুটবল ময়দানে আজকের এই ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে সোনাপুর গ্রাম পঞ্চায়েত এবং ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েত। নির্ধারিত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে না পারায় খেলা ট্রাইব্রেকারে পৌছায়। ট্রাই়ব্রেকারে সোনাপুর গ্রাম পঞ্চায়েত ৪ – ২ গোলে ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতকে হারিয়ে পুলিশ পাবলিক কমিউনিটি ফুটবল প্রতিযোগিতার চাম্পিয়নের খেতাব অর্জন করে। ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বিজয়ী দলের হাতে চাম্পিয়ন ট্রফি তুলে দেন। ইসলামপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, এধরনের খেলা মাঝে মধ্যে অনুষ্ঠিত হওয়া উচিত। তাতে করে পুলিশ ও জনসাধারণের সাথে সমন্বয় বজায় থাকে। খেলাধুলার মাধ্যমে মানুষের মন ও মস্তিষ্ক সুস্থতার পরিচয় বহন করে। হার জিতটা বড়ো প্রশ্ন নয়।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)