শিলিগুড়ির ক্লাবকে হাড়িয়ে ইসলামপুর নক আউট ক্রিকেট ফাইনালে জলপাইগুড়ি
দীপঙ্কর দে (টী.এন.আই ইসলামপুর) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ইসলামপুর ১৬ই ফেব্রুয়ারি ২০১৮: নারায়ণ কৃষ্ণ পাল স্মৃতি চ্যাম্পিয়নস ও প্রভাত চন্দ্র ভৌমিক স্মৃতি রানার্স আপ নক আউট ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনালে শুক্রবার মুখোমুখি হয় জলপাইগুড়ির বর্ধন প্রাঙ্গণ ও শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব। প্রথমে টসে জিতে শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ২৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৭৯ রান করে। জবাবে জলপাইগুড়ির বর্ধন প্রাঙ্গণ দল ২৭.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে লক্ষ্যমাত্রা ১৮০ রান তুলে ফেলতে সমর্থ হয়। ফলাফল জলপাইগুড়ির বর্ধন প্রাঙ্গণ দল ৫ উইকেটে আজকের সেমি ফাইনাল ম্যাচে জয়ী হয়ে ফাইনালে জায়গা পাকা করে ফেলে। ম্যাচ সেরা নির্বাচিত হয় জলপাইগুড়ির বর্ধন প্রাঙ্গণ দলের শ্রীদীপ পোদ্দার। শনিবার এক প্রীতি ম্যাচে অংশ নেবে শিলিগুড়ির ওমেন একাদশ বনাম জলপাইগুড়ির ওমেন একাদশ। রবিবার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইসলামপুরের নেতাজী সংঘ এবং জলপাইগুড়ির বর্ধন প্রাঙ্গণ দল।
ছবিঃ দীপঙ্কর দে (টী.এন.আই)