ময়নাগুরির ঐতিহ্যশালী জর্দা সেতুর বর্তমানে হাল বেহাল
সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই ময়নাগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ময়নাগুরি ১৪ই ফেব্রুয়ারি ২০১৮: গত ২৩শে জানুয়ারি গভীর রাত্রে একটি পাথরবালি বোঝাই ডাম্পার ময়নাগুরি জর্দা সেতুতে দুর্ঘটনা গ্রস্থ হয়।এই দুর্ঘটনায় ময়নাগুরির ঐতিহ্যশালী জর্দা সেতুর বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়ে পরে। দুর্ঘটনার পর বেশ কিছু দিন পার হয়ে গেলেও সেতুটি মেরামতির জন্য কোন উদ্দ্যগ চোখে পরছে না। কোন রকমে দুর্ঘটনা গ্রস্থ স্থানে বাশের রেলিং দিয়ে রাখা হয়েছে। ময়নাগুরির প্রাণকেন্দ্র এই সেতু দিয়েই ময়নাগুরিতে আসা পর্যটকেরা পানবাড়ি রামসাইয়ে যাতায়াত করে।খুব তাড়াতাড়ি এই সেতুটি মেরামত না করা হলে জখন তখন বড় সড় দুর্ঘটনা ঘটে জেতে পারে।প্রশাশন কে অতি দ্রুততার সাথে এই সেতু মেরামতির দিকে এগিয়ে আসতে হবে।
ছবিঃ সোমনাথ চক্রবর্তী (টী.এন.আই)
Facebook Comments