ধুপগুড়ী ব্লকে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনায় মৃত ১ আহত ৫
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ১০ই ফেব্রুয়ারি ২০১৮: পৃথক তিনটি দুর্ঘটনায় মৃত এক এবং আহত হলেন পাঁচজন। শনিবার সকালে ধুপগুড়ী ব্লকের হরিমন্দির এলাকায় জাতীয় সড়কে তেল বোঝাই লরির ধাক্কায় গুরুতর আহত হলেন একজন। পেশায় সবজি ব্যবসায়ী নারায়ন সরকার বাজার থেকে বাড়ি যাবার পথে পেছন থেকে একটি তেল বোঝাই ট্যাঙ্কার তাকে পেছন থেকে ধাক্কা মারলে সাইকেল থেকে পড়ে যান তিনি। ঘটনার পর যানবাহনের গতি নিয়ন্ত্রনের দাবিতে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে খবর পেয়ে ধুপগুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এদিকে উত্তেজিত জনতা পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, জাতীয় সড়কের হরিমন্দির এলাকায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে।
সিভিক ভলান্টিয়ার দিয়ে যান চলাচল নিয়ন্ত্রন করা গেলে দুর্ঘটনা এড়ানো যেতে পারে বলেও দাবী করেন স্থানীয়রা। আহতকে ধুপগুড়ী গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হলে তার একটি পা শরীর থেকে আলাদা থাকায় তার শারীরিক অবনতি হতে থাকে। তড়িঘড়ি তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে শুক্রবার রাতে লরির চাকার নীচে পড়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ী শহরের কুমলাই সেতু সংলগ্ন এলাকায়। শুক্রবার সন্ধ্যায় সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে রাজা বর্মন নামে ওই যুবককে পেছন থেকে লরি ধাক্কা মারলে সে পড়ে যায় এবং লরির পেছনের চাকা তার দুই পায়ের ওপর দিয়ে চলে যায়। দমকল বাহিনী খবর পেয়ে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেওয়া হলে রাস্তায় মৃত্যু হয়।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)