জলপাইগুড়িতে ডাইন সন্দেহে পৌঢ়কে পিটিয়ে খুন করা হল
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ১০ই ফেব্রুয়ারি ২০১৮: ডাইন সন্দেহে পৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃতের নাম শুকুলাল সাওয়াসি (৭২)। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রায়পুর চা বাগানের ভুইয়া লাইন এলাকায় ঘটনা। অভিযোগ করলাভ্যালি চা বাগানের বাসিন্দা দিননাথ বাতিও তাকে ডেকে নিয়ে যায় এবং ডাইন সন্দেহে পিটিয়ে মারে। মৃত শুকুলাল সাওয়াসির পরিবারের পক্ষ থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। শুকুলালের ছেলে বধুয়া সাওয়াসি অভিযোগ করেন গত ৮ই ফেব্রুয়ারি রাতে তার বাবাকে ঘুমিয়ে থাকা অবস্থায় তার বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় দিননাথ বাতিও। এরপর ডাইন সম্বোধন করে চর, ঘুষি, লাথি মারতে থাকে এবং মাটিতে লুটিয়ে পরে অজ্ঞান হয়ে যায়। চিৎকার শুনে এগিয়ে গেলে তাকে মারধর করে বলে অভিযোগ। শনিবার সকালে শুকুলাল মৃত্যু হয় এবং এই খবর পেতেই অসুস্থ হয়ে পড়েন তার ছেলে বধুয়া সাওয়াসি। তাকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুকুলালের মেয়ে সাবিনা সাওয়াসির দাবি, বাবাকে ডাইন সন্দেহে মিথ্যা অপবাদ দিয়ে খুন করা হয়েছে। দিননাথের ধারনা ছিল যে তার পরিবারের কয়েকজন কিছু দিন থেকে অসুস্থ ছিল, তার জন্য দায়ী করে তার বাবাকে। তাই সে বাবাকে মারল পিটিয়ে। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তির দেওয়া হোক। পুলিশ সুত্রে জানানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)