জলপাইগুড়িতে বে-আইনি মদ বিক্রির বিরুদ্ধে অভিযানে স্বয়ং পুলিশ সুপার
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই জলপাইগুড়ি ৯ই ফেব্রুয়ারি ২০১৮: সুপ্রিম কোর্টের নির্দেশকে আমান্য করে জলপাইগুড়ির গোশালা মোড় সংলগ্ন ৩১নং জাতীয় সড়কের ধারে চলছিল অবৈধ মদব্যবসা। খবর আসতেই সেখানে হানা দিলেন পুলিশ সুপার নিজেই। জলপাইগুড়ির গোশালা মোড়, পাহাড়পুর মোড় সংলগ্ন ৩১নং জাতীয় সড়ক। ওই এলাকায় রয়েছে প্রচুর ধাবা বা লাইন হোটেল। অভিযোগ শীর্ষ আদালতের নির্দেশ থাকা স্বত্তেও তাকে অমান্য করে তার মধ্যে বেশ কয়েকটি ধাবাতে লুকিয়ে মদের কারবার চলছিল। খবর পেতেই বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ির পুলিশ সুপার শ্রী অমিতাভ মাইতি নিজেই পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালান। পাশাপাশি দুটি ধাবা থেকেই উদ্ধার হয় দেশি-বিদেশি মদের বোতল। ধাবা দুটির দায়িত্বে থাকা দুই কর্মীকে গ্রেফতার করা হয়। মদ বিক্রির কথা স্বীকার করে নিয়েছেন এক ধাবার কর্মী রাজু দত্ত। শুক্রবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।কোতোয়ালির আইসি শ্রী বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন, এই অভিযান চলবে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)