ফালাকাটার রেমন্ড স্কুলের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো
অরুনাংশু মৈত্র (টী.এন.আই ফালাকাটা) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ফালাকাটা ৮ই ফেব্রুয়ারি ২০১৮: ফালাকাটা রেমন্ড মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিদ্যালয় প্রাঙ্গণে। প্রদীপ প্রোজ্জ্লন করে অনুষ্ঠনের শুভ সূচনা করেন ফালাকাটা থানার আইসি শ্রী বিনোদ গজমের। এরপর শ্রেণী ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তূলেদেন তিনি। সারা বছরের ভালো কাজের জন্য সেরা শিক্ষকের পুরস্কার পান শ্রী সঞ্জয় সরকার ও শ্রী পার্শে শাস্ত্রী, সেরা ছাত্রের পুরস্কার পায় দ্বাদশ শ্রেণীর ছাত্র ইউরিসিঁগ এঁগালুঁন, সেরা ছাত্রীর পুরস্কার পায় দ্বাদশ শ্রেণীর ছাত্রী রংমিলা আওয়াগ সীমরে, সেরা খেলোয়াড় এর পুরস্কার পায় অষ্টম শ্রেণীর ছাত্র লারী ডি মারাক ও ষষ্ট শ্রেণীর ছাত্রী লিসি মুর্মু, ২০১৭ সালের আইসিএসই সেরার পুরস্কার পেল বৈশালি শেঠীয়া, ২০১৭ সালের আইএসসি সেরার পুরস্কার পেল সায়নীকা পাল।