পাখির চোখ আসন্ন পঞ্চায়েত নির্বাচন পথ চলা শুরু মেখলীগঞ্জ তৃণমূল শিবিরের
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ৭ই ফেব্রুয়ারি ২০১৮: সামনে পঞ্চায়েত ভোট, গোটা কয়েক দিন আগেই কলকাতার মাটি সহ শিলিগুড়িটে তৃণমূল কংগ্রেসের ডাকে বিশেষ সভায় যোগ দেন ব্লক কনভেনর সহ ব্লক স্তরের বহু নেতারা। দলকে আরও এগিয়ে নিযে যেতে ব্লক কনভেনর সহ যুগ্ম কনভেনর সকলেই সচেষ্ট বলেই তৃনমূল সুত্রে জানা যায়৷ একের পর এক পথ সভা আর কর্মী সভা হচ্ছে মেখলীগঞ্জে৷ গতকাল মেখলীগঞ্জের চৌরঙ্গী এলাকায় প্রায় দের হাজার কর্মী নিয়ে এক মিছিল ও পথ সভা করেন ব্লক কনভেনর শ্রী উদয় রায়৷ উপস্থিত ছিলেন মেখলীগঞ্জ ব্লকের কোর কমিটির সদেস্য হাবিবর রহমান, শ্রী বাপ্পা মন্ডল, শ্রীমতী ফুলতি রায় প্রমূখ৷ কোর কমিটির পক্ষ থেকে জানানো হয় আসন্ন পঞ্চায়েত ভোটের আগাম নিয়ন্ত্রণ ও কর্মীদের সাজিয়ে তুলতেই এই পথ সভা ও কর্মী সভা করা হচ্ছে৷ উচ্চ নেতৃতের নির্দেশ মোতাবেক কাজ করছেন মেখলীগঞ্জ তৃণমূল শিবির৷
ছবিঃ স্বপন রায় বীর (টী.এন.আই)