ধুপগুড়ীতে মোবাইল চুরির অপবাদ দিয়ে ছেলের মায়ের নাক কাটল
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ী ৫ই ফেব্রুয়ারি ২০১৮: চার ছেলের জন্মদাত্রী মায়ের আক্ষেপ ছোট ছেলের মোবাইল চুরির অপবাদ এবং মোবাইল খুজে না পেয়ে ছেলে এবং ছেলের বউয়ের মারে নাক কাটল বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ধুপগুড়ী ব্লকের পূর্ব মল্লিকপাড়া এলাকায়। বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীদের সহায়তায় আহত অবস্থায় বৃদ্ধাকে ধুপগুড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার শিকার বৃদ্ধা শ্রীমতী ভানুমতি দাস ধুপগুড়ী থানায় ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বৃদ্ধা অভিযোগ করে বলেন, এদিন সকালে ঘরে ছোটছেলে তার মোবাইল ফোন খুজে না পেয়ে অপবাদ দেয়। হঠাৎই পুত্রবধূ তাপসী দাস ছুটে এসে বৃদ্ধা শ্বাশুড়িকে মোবাইল নেবার অপবাদে মারধর শুরু করে এবং ছেলে রঞ্জন দাসও মায়ের বিছানা সহ ঘরে যাবতীয় সরঞ্জাম তছনছ করে দেয়। বৃদ্ধার অভিযোগ ছোটছেলে এবং ছেলের বৌ মাঝে মধ্যেই নির্যাতন করত। এমনকী বাড়িতে ব্যবহৃত টিউবওয়েলটি নষ্ট করে দিয়েছে। বৃদ্ধার চার ছেলে রয়েছে। পাশাপাশি বৃদ্ধা পূর্ব মল্লিকপাড়ার বাড়িতে থাকেন এবং ওই বাড়িতে ছোট ছেলে তার পরিবার নিয়ে আলাদা থাকে। অপর ছেলেরা কর্মসূত্রে অন্যত্র থাকে। ধুপগুড়ী থানার আইসি শ্রী সঞ্জয় দত্ত বলেন, বৃদ্ধার অভিযোগ পেয়েছি। পুলিশ ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত সেরেছেন। ঘটনাস্থলে গিয়েও পুলিশ তদন্ত শুরু করেছে এবং ব্যবস্থা নেওয়া হবে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)