চ্যাংরাবান্দা হাই স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানি, এলাকায় চাঞ্চল্য
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ৫ই ফেব্রুয়ারি ২০১৮: স্কুল চত্তরে বহিরাগত যুবক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ হয় আজ চ্যাংরাবান্দায়। জানা যায় ঘটনাটি ঘটে মেখলিগঞ্জের চ্যাংরাবান্দা হাই স্কুলে। স্কুলে বেশ কয়েক দিন ধরে বহিরাগত যুবকের আনাগোনা শুরু হয়৷ এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী তাপসী সরকার জানান “এটা আজকের ঘটনা নয়, ঘটনাটি সাজানো, ফাঁসানো হচ্ছে আমাদের”৷ অন্যদিকে, গ্রামবাসীরা জানান – ঘটনাটি আজকের নয় কয়েক বছর আগের৷ গ্রামবাসীদের মধ্যেই অনেকের অভিযোগ যে ঘটনাটি সত্য। প্রায়শই এমন ঘটনা হয়৷ ঘটনা্র খবর পেয়ে ছুটে আসেন মেখলীগঞ্জ থানার পুলিশ, এবং বি.ডি.ও শ্রী বিরূপাক্ষ মিত্র৷ অন্যদিকে, খবরটি প্রকাশ হতেই স্কুল শিক্ষকরা এক সংবাদিকের সাথে বচসায় জড়িয়ে পড়েন, এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)