মেখলীগঞ্জ পি.টি.টি.আই কলেজে ভর্তির নাম করে প্রতারনার অভিযোগ
স্বপন রায় বীর (টী.এন.আই মেখলীগঞ্জ) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মেখলীগঞ্জ ৫ই ফেব্রুয়ারি ২০১৮: ফের আর এক শোরগোল পড়ল কোচবিহার জেলার মেখলিগঞ্জ পি.টি.টি.আই (ডী.এড, বি.এড কলেজ) কলেজে৷ ভর্তির নাম করে প্রতারণার অভিযোগ দায়ের করল এক ছাত্রী৷ আজ অভিযোগ থানায় অভিযোগ দায়েরের পর কলেজ চত্তরে অনশনে বসেন ওই ছাত্রী। আজ মেখলীগঞ্জ পি.টি.টি.আই কলেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে মেখলিগঞ্জ থানায় এফ.আই.আর করলো এক ছাত্রী। ছাত্রীর নাম মালবিকা রায়ের অভিযোগ – গত বছর সেপ্টেম্বর মাসে মেখলীগঞ্জ পি.টি.টি.আই কলেজে সে ভর্তি হয়। কলেজের অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট এবং লাইব্রেরী কার্ডও দেওয়া হয়। এমনকি দুই মাস ধরে ক্লাস ও ক্লাসের প্রথম পরিক্ষা দেন ওই ছাত্রী। তবে কলেজ কর্তৃপক্ষ প্রতারণা করে রেজিস্ট্রেশন করেনি। দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষ আশ্বাস দিচ্ছেন অন্য কলেজে ভর্তি করিয়ে দেবেন কিন্তু সেই আশ্বাস আশ্বাসেই থাকছে। যার ফলে কলেজের বিরুদ্ধে আজ মেখলিগঞ্জ থানায় এফ.আই.আর করলো ছাত্রীটি। এই বিষয়ে কলেজ কতৃপক্ষ মুখ খুলতে চাননি।৷ অন্যদিকে, ছাত্রীটির প্রশাসনের কাছে ন্যায় বিচার অথবা স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানায়। একাধিক বার প্রতারণার অভিযোগ ঘিরে এই কলেজের বিষয়টি নিয়ে শোরগোল সব মহলেই এমনি জানা যাচ্ছে৷
ছবিঃ স্বপন রায় বীর (টি.এন.আই)