ধুপগুড়িতে মাদক খাইয়ে চুরির দুদিনের মধ্যেই ধৃত অভিযূক্ত পরিচারিকা
সুপ্রিয় বসাক (টী.এন.আই ধুপগুড়ি) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই ধুপগুড়ি ৫ই ফেব্রুয়ারি ২০১৮: মাদক খাইয়ে চুরির ৪৮ ঘন্টা পেরোতেই না পেরোতেই ধৃত অভিযূক্ত পরিচারিকা।গত ৩ ফেব্রুয়ারী ধুপগুড়ি শহরের ১২ নং ওয়ার্ডে কাঞ্চন বোস নামে এক ব্যক্তির বাড়ির পরিচারিকা পানীয় জলের সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে বাড়ির মালিকের আলমারিতে থাকা সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার অভিযোগ দায়ের হতে পুলিশ তদন্তে নামে। মোবাইল টাওয়ার লোকেশন দেখে খোজ মেলে অভিযুক্ত মহিলা। দেখা যায় রায়গঞ্জ থানার চন্ডার এলাকায় রয়েছেন অভিযূক্ত পরিচারিকা পুর্নিমা সাহা ওরফে মঞ্জু।
ধুপগুড়ি থানার পুলিশের একটি বিশেষ দল রায়গঞ্জ পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। নিয়ে আসা হয় তাকে ধুপগুড়ি থানায়। পুলিশি জেরায় জানা যায় বাড়ির মালিক কাঞ্চন বোস এবং তার স্ত্রীকে রাতে খাবার দেবার সময় পানীয় জলে মোট চারটি ঘুমের ঔষধ গুলিয়ে দেওয়া হয়েছিল। এই ঘুমের ঔষধ গুলো পুনির্মা ধুপগুড়ি শহর থেকে বিভিন্ন ঔষধের দোকান ঘুরে ঘুরে কিনেছিল। এই পানীয় জল পানের জেরে বাড়ির। মালিক এবং মাল্কিন ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি করেন তার মাঝেই অপারেশন সারেন বয়স ৪৮ এর পুর্নিমা। সোমবার ধুপগুড়ি থানার পুলিশ চুরি যাওয়া প্রায় তিন লক্ষ টাকার সোনার গয়না সহ বেশ কিছু জিনিস উদ্ধার করেছে অভিযূক্তের থেকে।
ছবিঃ সুপ্রিয় বসাক (টি.এন.আই)