স্যানিটারি ন্যাপকিন সচেতনিতায় ডুয়ার্সে আট বিশ্বসুন্দরী
সুপ্রিয় বসাক (টী.এন.আই) । টি.এন.আই সম্পাদনা শিলিগুড়ি
বাংলাডেস্ক, টী.এন.আই মালবাজার ৪ঠা ফেব্রুয়ারি ২০১৮: প্রত্যন্ত চা বাগান এলাকা সহ যে সমস্ত এলাকায় স্যানিটারি ন্যাপকিন সর্ম্পকে ধারনা অনেকটাই কম সেই এলাকার মানুষদের সচেতন করতে এবার ডুয়ার্সে দেখা দিলেন আটটি দেশের বিশ্বসুন্দরীরা। রবিবার দুপুরে ডুয়ার্সের মোগলকাটা চা বাগানে একটি এনজিও এর হাত ধরে কম দামে স্যানিটারি ন্যাপকিন তৈরি এবং সরবরাহের প্রচারে ও সচেতনতায় বিশ্বসুন্দরীরা আসেন। মধ্যমণি ১৭র বিশ্ব সুন্দরী মানসী চিল্লার সহ ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিন আফ্রিকা, কেনিয়া, কোরিয়ার সুন্দরীরা এবং মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান শ্রীমতী জুলিয়া মার্লোকে এদিন মোগলকাটায় আয়োজিত এই অনুষ্ঠানে দেখা যায়।
গ্রাম বাংলা তথা চা বাগানের প্রত্যন্ত এলাকার সাধারন মা বোনেদের স্যানেটারি ন্যাপকিন ব্যবহারের প্রয়োজনীয় বোঝাতে দেশ বিদেশের নানা মুলুক ঘুরে তারা এসেছেন ডুয়ার্সের মোগলকাটা চা বাগানে। এই সুন্দরীরা বাগানের মা বোনেদের সাথে এই নিয়ে আলাপচারীতায় রবিবার ছুটির দিনটির মধ্যে ঘন্টা দুয়েক সময় কাটিয়ে বাগডোগরা বিমানবন্দর হয়ে উড়ে গেলেন দিল্লি। সোমবার দিল্লি পরদিন মুম্বাইয়ে স্যানেটারি ন্যাপকিন ব্যবহারের উপর প্রচার চালিয়ে পাড়ি দেবেন বিদেশ। মোগলকাটা চা বাগানের ম্যানেজার শ্রী মৃগাঙ্ক ভট্টাচার্য জানান, গত শুক্রবার হায়দ্রাবাদ থেকে এই প্রচার কর্মসূচি শুরু করেছেন বিশ্ব সুন্দরী। একটি সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ মানসীর তৃতীয় কর্মসূচি ছিল মোগলকাটা। এদিন বাগানে এসে উপস্থিত মহিলা চা শ্রমিক এবং তাদের মেয়েদের হাতে হাতে পাটের তৈরি স্যানিটারি ন্যাপকিন তুলে দেন মানসী চিল্লোর। আপ্লুত উপস্থিত মহিলারা এদিন কথা দেন এর পর থেকে তারা অভ্যেস বদলে ব্রতী হবেন।
ছবিঃ সুপ্রিয় বসাক (টী.এন.আই)